Micro Tax Vat
যেকোনো নাগরিক বা ব্যবসার জন্য কর শনাক্তকরণ নম্বর বা TIN থাকা বাধ্যতামূলক। আমরা আপনার জন্য নতুন ই-টিন সার্টিফিকেট প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করি।
সরকারি-বেসরকারি চাকরিজীবী বা পেশাদারদের বাৎসরিক আয়ের হিসাব কষে আমরা আয়কর রিটার্ন প্রস্তুত করি। আমরা নিশ্চিত করি যেন আপনি আইনসম্মত সকল ট্যাক্স রিবেট বা ছাড় পান এবং সঠিক সময়ে রিটার্ন দাখিল করতে পারেন।
লিমিটেড বা পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করা আইনি বাধ্যবাধকতা। আমরা আপনার ব্যবসার বার্ষিক অডিট ও আয়-ব্যয় বিশ্লেষণ করে প্রফেশনাল কোম্পানি রিটার্ন দাখিল নিশ্চিত করি
দীর্ঘমেয়াদী ট্যাক্স পরিকল্পনার মাধ্যমে আমরা করের বোঝা কমাতে সাহায্য করি। এছাড়া কর সংক্রান্ত কোনো আইনি জটিলতা বা ভুল অ্যাসেসমেন্ট হলে আপনার হয়ে আপিল শুনানি পরিচালনা করি।
ভ্যাট আইন অনুযায়ী ব্যবসার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা BIN সার্টিফিকেট প্রয়োজন। আমরা আপনার ব্যবসার ধরণ অনুযায়ী সঠিক পদ্ধতিতে BIN রেজিস্ট্রেশন করতে সহায়তা করি।
প্রতি মাসে নিয়মমাফিক ভ্যাট রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। আমরা আপনার ক্রয়-বিক্রয়ের সঠিক রেকর্ড অনুযায়ী প্রতি মাসে সময়মতো ভ্যাট রিটার্ন সাবমিশন নিশ্চিত করি যাতে জরিমানা এড়ানো যায়।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) থেকে নতুন কোম্পানি রেজিস্ট্রেশন, নামের ছাড়পত্র নেওয়া এবং বার্ষিক রিটার্ন দাখিলের যাবতীয় কাজ আমরা করি।
ব্যবসার আর্থিক স্বচ্ছতা এবং আইনি প্রয়োজনে অভিজ্ঞ অডিটর দ্বারা আমরা নির্ভরযোগ্য অডিট রিপোর্ট প্রস্তুত করি
যেকোনো ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স প্রথম শর্ত। আমরা নতুন ই-ট্রেড লাইসেন্স গ্রহণ এবং পুরনো লাইসেন্স সময়মতো নবায়ন করার দায়িত্ব পালন করি।
আপনি যদি পণ্য আমদানি বা রপ্তানি করতে চান, তবে আপনার IRC ও ERC লাইসেন্স প্রয়োজন। আমরা এই লাইসেন্সগুলো প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আবেদন ও ডকুমেন্টেশন সম্পন্ন করি।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (BIDA) থেকে অনুমতি প্রয়োজন। আমরা বিডা পারমিশন এবং এপ্রুভাল প্রসেস দ্রুত সম্পন্ন করতে সহায়তা করি।
পার্টনারশিপ ডিড, ভাড়ার চুক্তিপত্র বা যেকোনো বাণিজ্যিক চুক্তি আইনসম্মতভাবে ড্রাফটিং করতে আমরা সহায়তা করি।